অবতখবর,সংবাদদাতা,বীরভূম ১৬ই মে:: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লাভপুর লাঘাটার সেতুর উদ্বোধন হবে।লাভপুরের লাঘাটা অঞ্চলের মধ্য দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। স্থানীয়দের মধ্যে যা পরিচিত কুয়ে নদী নামে। এলাকাটি নিচু হওয়ায় ফলে প্রতিবছর বন্যার জলে বিচ্ছিন্ন হয়ে যায় সিউড়ি-কাটোয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

আহমদপুর, লাভপুর, কীর্ণাহার, ফুটিসাঁকোর রামজীবনপুর প্রভৃতি বিস্তীর্ণ এলাকার মানুষজন সমস্যায় পড়েন। এই সেতু চালু হয়ে গেলে সেই অসুবিধার অবসান হবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক অভিজিৎ সিংহ। পিডব্লিউডির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নাজির হোসেন বলেন, তারাশঙ্কর সেতুর দৈর্ঘ্য ৪৭০ মিটার ও অ্যাপ্রচ সহ মোট ৬৪৫ মিটার। চওড়া ১৬ মিটার।

এরমধ্যে ১১মিটার জায়গা যান চলাচলের জন্য ব্যবহৃত হবে। বাকি জায়গায় দু’পাশে ফুটপাত করা হয়েছে। এরজন্য খরচ হয়েছে প্রায় ৪০কোটি টাকা। সেতু উদ্বোধনের খবরে খুশির হাওয়া লাভপুরের বাসিন্দাদের মনে।