লরি ওভারলোডিং বন্ধ করতে সরব মন্ত্রী ফিরহাদ হাকিম

অবতক খবর,১৯ জানুয়ারি,নদীয়া,অনুপ কুমার মন্ডল: বেশ কিছুদিন আগে সরকারি নির্দেশিকা জারি করেছিল ওভারলোডিং বন্ধ করার জন্য। তারপরও বন্ধ হয়নি এই ওভারলোডিং। অবশেষে মন্ত্রী ফিরহাদ হাকিম সরব হয়েছেন এই বিষয় নিয়ে।

তিনি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন তারপরও চলছে এখনো ওভারলোডিং। উল্লেখ্য বিষয়, আজ সকালে আসানসোল থেকে নবদ্বীপ ব্রিজ হয়ে বনগা যাচ্ছিল একটি 10 চাকার বালি বোঝাই ওভারলোডিং লরি।

আর এই ওভারলোডিং গাড়িটি নজরে পড়ে চাকাদা লরি মালিক অ্যাসোসিয়েশন কর্মীদের। তারপরই তারা গাড়িটিকে আটকায় চাকদা 34 নং জাতীয় সড়ক। অবশেষে কল্যাণী mvi দপ্তরের খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ এবং mvi।