লটারি বিক্রি করে সংসার চালাচ্ছেন উঁচুলপুকুড়ির হরি প্রসাদ

অবতক খবর,২১ ডিসেম্বর,মেখলিগঞ্জ: মাত্র নয় বৎসর বয়সে টাইফয়েড জ্বর হয়, মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়ি অঞ্চলের পারেয়া হাটের হরিপ্রসাদ বর্মনের l তারপর ,স্থানীয় অঙ্গয়ারী সেন্টারে টিকা নেওয়ার পর,দুই পা-ই অচল হয়ে যায় তার l বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা 2 জন, বাড়িতে বৃদ্ধা মা, আর তিনি,,বাকি দুই দিদির বিয়ে হয়েছে অনেক আগেই l সংসারের রোজগার বলতে হরি প্রসাদ-ই একমাত্র ভরসা l লটারির টিকিট বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই কোনোক্রমে চলে সংসার!!

সরকারি সহযোগিতা বলতে, ট্রাই সাইকেল আর হাজার টাকা ভাতা,,কিন্তু তা দিয়ে,, একরকম নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড়!! বহুবার উঁচুলপুকুড়ি অঞ্চল আর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে সহযোগিতার দরবার করেছেন,,,, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি l এই বিষয়ে রানীরহাটের বাসিন্দা বাপ্পা মণ্ডল জানান, আজকের দিনেও জারা হরি প্রসাদের মতো লোককে,, সঠিক সরকারি পরিষেবা দিতে পারেন -নি,,, এটা আসলে প্রশাসনের ব্যর্থতা l সরকারি অধিকারীকদের, হরিপ্রসাদ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করারও আহব্বান, জানান তিনি l এই বিষয়ে উঁচুলপুকুড়ি অঞ্চলের প্রধান কালিমোহন বর্মনের সাথে ফোনে যোগাযোগের বহু চেষ্টা করেও তার কোনো সারা পাওয়া যায়নি l