অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়িতে আজ লক ডাউনের দ্বিতীয় দিনে সম্পুর্ন বন্ধ হয়ে গেল শিলিগুড়ি। প্রশাসনের হুশিয়ারি ছিলো রাস্তায় সাতজনের বেশী লোক থাকলে কড়া ব্যাবস্থা নেবে সরকার। সেইমত আজ সকাল থেকেই বন্ধ সবকিছু একমাত্র ওষুধের দোকান এবং দোকান বাজার কিছুটা পরিমানে খোলা ছিলো।

মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে ঘরে ঢুকে গেছেন।একমাত্র জরুরী পরিসেবা ছাড়া বন্ধ হয়ে গেছে সবকিছুই।আজ শিলিগুড়ির হিলকার্ড রোড সেবক রোড এবং বর্ধমান রোড ছিলো জনমানবশূন্য।

এদিকে গতকাল থেকে চরম নির্দেশিকা জারী হওয়া হলেও কমেনি যুবক এবং যুবতীদের উৎসাহ। গতকাল রাত থেকেই চলছে ধরপাকড় এক জায়গায় একসাথে সাতজনের থাকা এখন আইনত দন্ডনিয় হওয়া হলেও গতকাল বেশকিছু জায়গাতে বেশী লোকজনের উপস্থিতি পুলিশ প্রশাসনকে চরম সমস্যায় ফেলেছে। আজ সকাল থেকেই পুলিশকে আক্রমনাত্যক হতে দেখা যায়।