অবতক খবর, নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর :     উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতির প্রতিনিধি ও সমাজকর্মী জাভেদ আখতার দ্বিতীয় দিনের লকডাউনে পুলিশকে সহায়তা করতে ইসলামপুর শহরের রাস্তায় নেমেছিলেন। লকডাউন সফল করতে চেষ্টা করার পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য পুলিশের সাথে কাজ করেছেন একসাথে।

এ ছাড়া শুক্রবার যারা মাস্ক পরা ছিল না তাদের তিনি মাস্ক পরিয়ে দেন এবং অন্যদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ দিকে, পুলিশ বিনা কারণে যারা শহরের রাস্তায় ঘোরাফেরা করছিলেন তাদের সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেন। শুক্রবার, লকডাউন সম্পূর্ণ ভাবে সফল ছিল ইসলামপুরে। শহরের প্রতিটি এলাকায় দোকানের ঝাঁপ পুরোপুরি বন্ধ ছিল।

জাভেদ আখতার বলেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশে লকডাউন সফল করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছে, পুলিশের কাজের প্রশংসা করেন তিনি।