অবতক খবর,২৭ এপ্রিল: আজ বিজেপি এস সি মোর্চার আয়োজনে হীরা মন্ডল নেতৃত্বে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কাঁচরাপাড়া কবিগুরু রবীন্দ্র পথ, জোড়ামন্দিরে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে। এর মূল উদ্দেশ্য ছিল করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বার্থে রক্তদান করা। ‌এটা ছিল স্বেচ্ছাশিবির। এটা একটা উল্লেখযোগ্য কর্মোদ্যোগ বলে নেতারা জানান।‌

সেখানে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি উমাশঙ্কর সিং,কাঁচরাপাড়া মন্ডল সভাপতি তাপস ঘোষ ,বিনোদ শর্মা, সমর দাস, পুলক দাস, সুশান্ত বালা, সন্তোষ রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। ‌

রক্তদান শিবির চলাকালীন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা সোশ্যাল ডিস্ট্যান্সিং মানছেন না। এই অভিযোগ তোলেন বীজপুর থানা কর্তৃপক্ষ। ‌বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে পুলিশ রক্তদান শিবির অঞ্চলে আসেন এবং এই অভিযোগ করেন যে, এই রক্তদান শিবিরের কোনো প্রশাসনিক অনুমতি নেই এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা হচ্ছে না।

সাক্ষাৎকারে আয়োজক নেতৃত্ব বলেন যে, তাদের কাছে অনুমতি রয়েছে। কোন ভাল কাজ করতে গেলে ত্রুটি স্বাভাবিকভাবেই থাকে এবং এখানে রক্তদান শিবির আয়োজন করা তো খুব সহজ নয়। নাম তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা করা, তাদের রক্ত নেওয়া। এটি একটি জটিল কাজ। ‌এই সময়ে কিছু ত্রুটি বলতে যা বোঝায়, করোনা সংক্রান্ত যে বিধি-নিষেধ অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। তবুও তারা যতদূর পারেন চেষ্টা করেছেন। এখনো চেষ্টা করে যাচ্ছেন। ‌অথচ পুলিশ সেইদিকে নজরদারি করলেন না বা দুই একজন পুলিশ সেখানে রেখে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেইন্টেইনের দায়িত্ব দিলেন না বা তারাও দেখভাল করলেন না। কিন্তু তারা আমাদের দুই নেতৃত্বকে তুলে নিয়ে গেলেন। এ কেমন প্রশাসন?