অবতক খবর , নদীয়া :     পেট তো মানে না ।লকডাউন হলে কি হবে,পেট তো মানে না, পাঁচ জনের সংসারে তিনিই একমাত্র রোজগেরে ।তাই লকডাউন উপেক্ষা করে প্রখর রোদে পুড়ে কলা আর ডাব নিয়ে রাস্তার পাশের ফুটপাতে বসে পড়েছে ।

নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার লক্ষীবাঁচার পৌঢ় ষাটোর্ধ্ব স্বপন দাস । অভাবের সংসারে বাড়িতে স্ত্রী, ছেলে ও মেয়েদের নিয়ে সংসার ।এক সময় ভুষি মালের ভালো কারবার ছিল । ব্যবসায় ঘাটতি হতে, হতে পুঁজি শেষ । তার পর সবজি, বর্তমানে কলা আর ডাব বিক্রেতা । আগের ব্যবসার কথা মুখে আনতেই চোখ বেয়ে জল গড়িয়ে পরে । বলেন সে সব অতীত ।

স্বপন বাবু জানান রেশন থেকে চাল,ভাল আটা মিললেও, তেল, নুন, আলু অন্যান্য সামগ্রী আসবে কোথা থেকে ।তাই পুলিশের তাড়া খেয়েও বেড়িয়ে পড়েছি সামান্য উপার্জনের আশায় । পেট তো মানে না! তাই লকডাউনে এছাড়া উপায় কি বলুন ! তিনি এও বলেন এতে যদি আমাকে, পুলিশ নিয়ে যায় ক্ষতি নেই তবে আর চারটে পেটের ব্যবস্থা করে দিতে হবে।