অবতক খবর :: শিলিগুড়ি :: ১৫মে ::   লকডাউনে সমস্যায় পড়া তরুণ ফুটবল কোচ শুভঙ্কর নাগকে ভরসা জোগাল শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অনেকদিন ধরে কোচিং বন্ধ হয়ে যাওয়ায় তাঁর রোজগার বন্ধ হয়ে যায়। এনজেপি–র মাইকেল কলোনিতে বাবা,মা–কে নিয়ে তিনি সমস্যায় পড়েন। খবর পেয়ে ক্রিকেট লাভার্সের সদস্যা যোগাযোগ করে শুভঙ্করের হাতে তুলে দেন পুরো এক মাসের খাবার। এর মধ্যে রয়েছে এক বস্তা চাল, ডাল, সোয়াবিন, লবণ, তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাবার।

সঙ্গে ক্রিকেট লাভার্সের সদস্যরা আগামীদিনেও থাকার আশ্বাস দিলেন। দুঃসময়ে এমন সাহায্য পেয়ে চোখ ছল ছল করে ওঠে শুভঙ্করের। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন প্রতিদান ফিরিয়ে দেবার।‌ ক্রিকেট লাভার্সের সভাপতি মনোজ ভার্মা বলেন, “আমরা কাউকে সাহায্য নয়, পাশে থাকছি। লকডাউনে মাঠের লোকদের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আমরা খেলোয়াড় তৈরির কারিগড় কোচের পাশে দাঁড়ালাম। সমস্যায় পড়া এমন আরও কোচের জন্য আমরা ঝাঁপাব।” এদিন শুভঙ্করকে মনের জোর রাখার সাহস জোগান ক্রীড়া সংগঠক দেবতোষ সান্যাল, ক্রিকেট লাভার্সের রামচন্দ্র ঠাকুর, অভয়শঙ্কর সিং প্রমুখ।