সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১লা মে ::    করোনা প্রতিহত করতে লকডাউনে ঘরে থাকার কারণে সরকার রেশন ফ্রী করে দিয়েছেন। আজ ১লা মে থেকে দ্বিতীয় মাসের রেশন বন্টন শুরু হয়েছে। রেশনের উপভোক্তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে রেশন নেবার জন্য অপেক্ষা করছেন। এবার যেহেতু চাল আটার পরিমাণটা বেশি, সেটাই দেখবার বিষয় যাতে উপভোক্তারা সঠিকভাবে মাল গুলি বুঝিয়ে পান।

রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন আধিকারিকগণ সকাল থেকেই পরিদর্শনে বেরিয়েছেন রেশন দোকানে দোকানে। তারা যেমন লক্ষ্য করছেন লাইনে সামাজিক দূরত্ব তেমনি লক্ষ্য করছেন মালের পরিমাপ। উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজেই হেটে হেটে লাইনের দাড়ানো মানুষকে দূরত্ব বজায় রাখার অনুরোধ করছেন।

অন্যদিকে শীতলকুচির বিডিও ওয়াঙদি গ্যালপো ভুটিয়াকেও একই ভাবে প্রতিটি রেশন দোকানে গিয়ে পরিদর্শন করতে দেখা গেল। তিনি রেশন দোকানে গিয়ে দেখলেন, জিজ্ঞাসা করলেন রেশনে মালপত্র ঠিক মতো দেওয়া হচ্ছে কি না। আমাদের সংবাদ প্রতিনিধিও বেশ কয়েকটি রেশন দোকানে সরাসরি পরিদর্শন করে এসে জানান, মানুষ আগে থেকে অনেকটাই সচেতন, কাজেই কে কতটুকু মাল পাবে তা তারা ঠিকঠাক বুঝিয়ে নিচ্ছেন। প্রতিটি রেশন দোকানের সামনে টাঙানো রয়েছে রেশনকার্ডের শ্রেণি ভিত্তিক প্রাপ্তব্য মালের পরিমাণ উল্লেখ করা পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত তালিকা। সব জায়গাতেই সুষ্ঠ বন্ঠন চলছে,কোথাও কোনো অসুবিধা নজরে আসে নি।