অবতক খবর :: ইসলামপুর :: ৫মে ::    লকডাউনের কারণে রাজ্যের উত্তর দিনাজপুরের ইসলামপুর, ডালখোলা, চাকুলিয়া, করণদিঘী, রাসাখোয়া, ভাট্রোল, রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ প্রভৃতি জায়গার প্রায় দেড়শো জন শ্রমিক মহারাষ্ট্রের মুলুনে আটকে আছে। তাদের সূত্রে জানা গেল, সেখানে থাকা সত্ত্বেও ওখানে খাওয়া-দাওয়ার ভীষণ সমস্যা এবং সেখানে দুটো ঘরের মধ্যে অত সংখ্যক মানুষকে থাকতে হচ্ছে। এই বিষয় নিয়ে ওদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী যেন কোনও ব্যবস্থা করে নিয়ে যান। তাদের আরও দাবি, “পরিযায়ী ছাত্র ছাত্রীদেরকে সব জায়গায় থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই আমাদের কে নিয়ে যাওয়া হোক।”

এই উত্তর দিনাজপুর জেলার শ্রমিকরা এখানে মূলত নির্মাণকর্মী। কাজ ওখানে বন্ধ আছে এবং কাজ না চলায় খাওয়া দাওয়ার ব্যাপারে মালিকদের থেকে ঠিক মতো সহায়তা পাওয়া যাচ্ছে না। ওখানকার সরকারের তরফ থেকেও তেমন কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের অভিযোগ, এই ব্যপারটা প্রশাসনের দেখা উচিত যাতে তারা বাড়ি পৌঁছাতে পারে। লকডাউন চলছে, বন্ধ আন্তঃরাজ্য পরিবহণ, স্বভাবতই দুশ্চিন্তায় পরিযায়ী শ্রমিকরা। তবে আশার আলো যে রেল থেকে কিছুটা আশার বাণী শোনা গেছে এ ব্যাপারে।