অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়িতে লকডাউনের কবলে পড়ে সমস্যায় পড়েছেন কাপড়ের ব্যাবসায়ীরা। লকডাউনের চল্লিশ দিন পার হয়ে গেছে,এই চল্লিশ দিন ধরে বন্ধ কাপড়ের দোকান। দোকান মালিকেরা বুঝতেই পারছেন না কি করবেন,বা তাদের পদক্ষেপ কি হবে। কারন রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের নির্দেশিকায় কাপড়ের দোকান নিয়ে কোন নির্দেশিকাই নেই। ব্যাবসায়ীরা বুঝতেই পারছেন না কবে থেকে দোকান খুলতে পারবেন।

শিলিগুড়ি শহরে বিধান মার্কেট হকার্স কর্নার,নিবেদিতা মার্কেটে কাপড়ের দোকানের সংখ্যা কম নয়,এর উপরে কর্মচারিরা কতজন থাকতে পারবেন তা নিয়েও সমস্যায় কাপড়ের দোকানের মালিকেরা। লকডাউন কবে খুলবে না নিয়েও যেমন অনিশ্চয়তায় আছেন কাপড়ের দোকানের মালিকেরা তেমনি দোকান কতদুর চলবে তা নিয়েও সন্দেহ তাদের মনে।

শিলিগুড়ির কাপড়ের ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানা গেছে আগামী দিনে মিটিং করে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।