লকডাউনের আবহে গরিব দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো কর্মাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক :: অবতক খবর :: মালদহ ::    লকডাউন সফল করতে এলাকার রোজগারহীন গরিব দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো কালিয়াচক-২ ব্লকের কর্মাধ্যক্ষ শফিকুল আলম ও আমিনুর আলম (লিপু)।

মোথাবাড়ি থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি দুঃস্থ ও গরীব মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করলেন এই দুই কর্মাধ্যক্ষ। তারা পঞ্চায়েতের কয়েক হাজার মানুষকে চাল, আলু, তেল, আটা, সুজি, চিনি,সোয়াবিন তুলে দেন। উদ্যোক্তা সংস্লিষ্ট ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শাফিকুল ইসলাম ও বনভূমি ও কৃষি কর্মাধ্যক্ষ আমিনুর আলমের উদ্যোগে লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এই কর্মসূচি কার্যত বাড়ি বাড়ি গিয়ে পালন করে।মূলত বাঙ্গীটোলা ,পঞ্চানন্দপুর মোথা পঞ্চায়েতের বহু পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে কর্মদক্ষরা জানিয়েছেন।

দুই কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম ও আমিনুর আলম জানিয়েছেন,” এই মুহূর্তে লকডাউন হল করোনা রোধের একমাত্র উপায় । আমরা দুই কর্মাধ্যক্ষ মিলে এই বিপদে এলাকার কয়েক হাজার দুস্থ গরিব অসহায় মানুষদের লকডাউন মেনে খাদ্যদ্রব্য দেওয়ার ব্যবস্থা করেছি বলে জানান।”