অবতক খবর,১২ নভেম্বরঃ রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিক চাল, এমনই আতঙ্ক ছড়ালো রেশন ক্রেতাদের মধ্যে। আমায়পাড়া মোড়ের পাশেই একটি সরকারি রেশন দোকানে রেশনের চালের মধ্যে কয়েকটা চাল প্লাস্টিকের মেশানো হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। সেই চাল আগুনে ধরলে গলে যাচ্ছে, আর তাতেই আতঙ্ক বেড়েছে ক্রেতাদের মধ্যে।

যদিও সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে এখন থেকে চালের বস্তায় ফরটি ফায়েড চাল মিশিয়ে দেওয়া হবে।

তবে হঠাৎ করে চালের বস্তার মধ্যে এই চাল দেখে আতঙ্কে জিয়াগঞ্জ আমইপাড়ার ক্রেতারা।

যদিও এ বিষয়ে ডিলার আরতী দাসের পুত্র মনোজ কুমার দাস বলেন এগুলি ‘ভিটামিন চাল’, এবং আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারব না কারণ সমস্ত বস্তাগুলি প্যাকিং করা আছে এর ভেতর কি আছে সেগুলো আমরা কি করে জানবো?

আবার এদিকে রেশন ডিলার আরতী দাসের পুত্র মনোজ কুমার দাস কে ফুড সাপ্লাই ইন্সপেক্টর জানিয়েছেন এটি ‘ফরটি ফায়েড চাল’। এই চালের ভাত খেলে শরীর সুস্থ থাকে, রক্তলপোতা দূর হয় এবং এই চালে আলাদাভাবে ফলিক অ্যাসিড আয়রন এবং ভিটামিন থাকে, এছাড়াও সরকারি রেশন দোকান থেকে ‘ফরটি ফায়েড চাল’ বিনামূল্যে বন্টন করা হচ্ছে বলে রেশন ডিলারকে জানিয়েছেন তিনি।

এবং একই কথা খাদ্য দপ্তরের সরকারি ওয়েবসাইটেও বলা রয়েছে।

তবে গ্রাহকদের প্রশ্ন ভিটামিন চাল আগুনে গলবে কেন?

আর সেই নিয়ে আতঙ্ক শুরু হয়েছে জিয়াগঞ্জের আময়পাড়া এলাকায়।