অবতক খবর :: আসানসোল ::    লকডাউনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রেশন দোকানের মাধ্যমে প্রত্যেক জনগনকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেবার নির্দেশ দিয়েছেন। রেশনে খাদ্যসামগ্রী বন্টন নিয়ে বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ আসছে, এবার রেশনের সামগ্রী বিক্রি করে দেবার অভিযোগ পশ্চিম বর্ধমান আসানসোল পৌরনিগমের ১১ নং ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলারের বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধা থেকে পৌরনিগমের ১১ নং ওয়ার্ডের জামুড়ীয়ার শ্রীপুর এলাকার কাউন্সিলর বেবী খাতুনের বাড়ীর সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা, তাদের অভিযোগ রাজ্যসরকার গরীবের জন্য বিনামূল্যে খাদ্যসামগ্রী রেশন দোকানের মাধ্যমে দেবার কথা বলেছিল ওয়ার্ড কাউন্সিলর বেবী খাতুন গম, চাল বাইরে বিক্রি করে দিয়েছে। বুধবার সকালে কাউন্সিলারের বাড়ীর সামনে এলাকাবাসী বিক্ষোভ দেখায়, কাউন্সিলরকে ফোনে পাওয়া যায় নি।

অন্যদিকে মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান অভিযোগ শুনেছি তদন্ত করে দেখা হবে। রেশনে খাদ্যসামগ্রী না পাওয়াতে ক্ষোভে ফুটছে এলাকাবাসীরা, কাউন্সিলারের বাড়ী এবং রেশন দোকানে সামনে ভীড় করে বিক্ষোভ দেখাতে দেখা যায়।