অবতক খবর,১২ মার্চ,নদীয়া:- পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের রানাঘাট জি আরপির সহযোগিতায় স্টেশনে হকারীর মাধ‍্যমে জীবন জীবিকা নির্বাহ কারী ব্যক্তিদের এবং তাদের পরিবারের ছেলেমেয়েদের কে আগামী দিনে আইন সম্পর্কে ওয়াকিবহাল করতে আইনি সচেতনতা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রানাঘাট জিআরপি থানার সম্মুখে।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন উপার্জন বন্ধ থাকা হকারদের পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত কোন সমস্যা আছে কিনা, এবং হকারদের পরিবারের পড়ুয়াদের স্বল্প খরচে বা বিনামূল্যে পড়াশোনা করিয়ে বিভিন্ন উপার্জনের ব্যবস্থা করাই তাদের মূল উদ্দেশ্য।

তারা এও জানান, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আইনের পথেও পড়াশোনা করলে বিভিন্ন উপার্জনের সুলুক সন্ধান মেলে। কিন্তু সে সম্পর্কিত বিষয়ে সচেতনতা অভাব রয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকে আইন বিভাগে না থাকার কারণে।