অবতক খবর,৩১ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয়তায় আগরপাড়া স্টেশন সংলগ্ন ভগ্নদশা রেল কোয়াটার ফাঁকা করতে এসে পিছু হটল রেল আধিকারিক সহ রেল পুলিশ। উল্লেখ্য গত দু’মাস আগেও ভগ্নদশা এই রেল কোয়াটার ফাঁকা করতে এলে বাধার সম্মুখীন পরে রেল আধিকারিকেরা।

বাসিন্দাদের অভিযোগ সাদা কাগজে একটি নোটিশের ভিত্তিতে জেল কোয়ার্টার ফাকা করতে আসে রেল আধিকারিকেরা, সে সময় বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা অনুপম দত্তের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মী কোয়াটারে বসবাসকারী সাধারণ মানুষ। তৃণমূল কর্মীরা উচ্ছেদ এর বিপক্ষে দিলেন স্লোগান। আন্দোলনের ফলে রেল কোয়াটার উচ্ছেদ প্রক্রিয়া আজকের মত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

কোয়ার্টারে বসবাসকারী এক মহিলা জানালেন এই মুহূর্তে তাদের কোয়ার্টার থেকে উচ্ছেদ করা হলে গৃহহীন হয়ে পড়বেন তারা।

স্থানীয় এক তৃণমূল কর্মী জানালেন উচ্ছেদ করার আগে ব্যবস্থা করতে হবে পূনর্বাসনের।

আর বিষয় সম্পর্কে স্থানীয় তৃণমূল নেতা অনুপম দত্ত জানালেন রেল কোয়ার্টার ফাঁকা করার আগে কোয়াটারে বসবাসকারী মানুষজনের পুনর্বাসনে ব্যবস্থা করতে হবে আলোচনার মাধ্যমে।