অবতক খবর,৬ ডিসেম্বরঃ রেলের জমি থেকে দখলদার মুক্ত করতে অভিযান। বিক্ষোভের মুখে পড়ে খালি হাতেই ফিরতে হল রেল অধিকারিকদের।

হাওড়ার ফরসোর রোডের কাছে ডিউক রোডে রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরেই অস্থায়ী বসতি স্থাপন করেছেন কয়েকশো মানুষ। মঙ্গলবার বেলায় ওই জমি দখল মুক্ত করতে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রেলের আধিকারিকরা ওই স্থানে উপস্থিত হলে তাঁদের সঙ্গে বচসা বাঁধে অবৈধ দখলকারীদের। আদালতের নির্দেশনামা থাকা সত্ত্বেও অধিকারিকদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি রেলের অধিকারিকদের বিক্ষোভের মুখে পড়ে খালি হাতেই ফিরে আসতে হয়। রেল অধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ এখান থেকে তাঁদের উচ্ছেদ করা হলে তারা পরিবার নিয়ে কোথায় থাকবেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া সিটি পুলিশ। তারা এসে রেল অধিকারিকদের সুরক্ষিত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডিউক রোডে। এলাকায় মোতায়েন রয়েছে ৱ্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী। শাহলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় একতরফাভাবে আদালতের নির্দেশ নামা নিয়ে এভাবে কাউকে উচ্ছেদ করা যাবে না। রেলের অধিকারিকদের থেকে নির্দেশনামার কপিও সংগ্রহ করা হয় বলেই জানা যাচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর আদালতে এই উচ্ছেদ মামলার পুনরায় শুনানি ধার্য করার দিনে নতুন করে আবেদন জানান হবে বলেই শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও শাসক দলের দাবি পুনর্বাসন না দিয়ে কাউকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার শাসক দলের নেত্রী শিল্পী মুখোপাধ্যায় জানান এটা উত্তর প্রদেশ নয় যে বুলডোজার চালিয়ে গরীবের ঘর ভেঙে দেওয়া হবে। উন্নয়ন হোক এটা তাঁরাও চান। তবে সেক্ষেত্রে বসবাসকারী পরিবারদের সঠিক পুনর্বাসন দিয়েই করা সম্ভব হবে।

যদিও এই মঙ্গলবারের ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান নি রেলের আধিকারিকরা। আদালতে ফের তারা দখল মুক্ত করতে আদালতের বিচারকের কাছেই আইনি সাহায্য চাইবেন বলেই সূত্রের খবর।