অবতক খবর,৯নভেম্বর : ইসলামপুর রেগুলেটেড মার্কেটে ছয় জন কর্মীকে পুলিশ বিনা কারণে রাতভর আটক করে রাখা এবং তাদের টর্চার করার অভিযোগ নিয়ে, ওয়েস্ট বেঙ্গল রেগুলেটেড মার্কেট এমপ্লয়ী ফ্রেডারেশন আইএনটিপিইউসি-এর (West Bengal regulated market employees federation INTTUC ) তরফে ইসলামপুর মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন পাঠানো হয়েছে। সংগঠনের তরফে বদরুল জমা বলেন, আমাদের জনকর্মী চোপড়া এলাকার সুফল বোস সোমবার রাতে পেট্রোলিন করতে যায়, সে সময় পুলিশ ফোর্স তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এবং রাতভর থানার লকআপে রাখা হয় এবং তাদেরকে মারধর্ম করা হয় বলে অভিযোগ করেন। একই অভিযোগ রেগুলেটেড মার্কেটের ভুক্তভোগী কর্মীরাও করেন।