রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   হাওড়ার আমতার চিতনান ও ঘোড়াবেড়িয়া এলাকায় রুপনারায়নের ভাঙনে ঘুম উড়েছে স্থানীয়দের। আমতার ২ ব্লকের চিতনান ও ঘোড়াবেড়িয়া এলাকা এখানেই আমফানে ক্ষতিগ্রস্থ হয়। জোয়ারের জলে এই মুহুতে প্রায় ১ কিমি নদী বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। তলিয়ে গিয়েছে বাঁধের উপরের রাস্তা।

সামনেই ভরা কোটাল ও বর্ষা ফলে ভাঙ্গনের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন চিতনান ঘোড়াবেড়িয়ার প্রায় কয়েক হাজার মানুষ। ভরা কোটাল এ জল ঢুকলে ক্ষতি হবে ৩০০ একর জমি। তাই স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসনের তরফ থেকে এই বাঁধকে মেরামতি করা হোক।

স্থানীয় চিতনান গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বেগম জানান পঞ্চায়েতের তরফ থেকে অস্থায়ী ভাবে বাঁধ নির্মাণ করে দেয়া হয়েছিল কিন্তু তা ভেঙে যায় তিনিও পাকা বাঁধের দাবি করছেন।

আমতা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করছে প্রশাসন।