অবতক খবর,৩১ ডিসেম্বর: সম্প্রতি ব্যারাকপুরের রাজনীতিতে বারবার প্রকাশ্যে চলে আসছিল তৃণমুলের গোষ্ঠী দ্বন্দ্ব। তাই এই দ্বন্দ্ব মেটাতে তৎপর হয় তৃণমূলের উচ্চ নেতৃত্ব। সেই জন্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সোমনাথ শ্যাম কে নিয়ে একটি বৈঠক করার কথা জানিয়েছিলেন।

সেই মত শনিবার বিকেলে নৈহাটি পৌর সভায় উপস্থিত হন রাজ্য তৃণমুলের সভাপতি সুব্রত বক্সি এবং তার নেতৃত্বে মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং ও পৌর সভার অশোক চ্যাটার্জী কে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। এই বৈঠকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু তিনি এই বৈঠকে উপস্থিত হন নি। কিন্তু তবুও বৈঠক চলতে থাকে।