অবতক খবর, কালিয়াগঞ্জ: রায়গঞ্জ-বালুরঘাট ১০ -এ রাজ্য সড়কের সম্প্রসারণ ও ডবল লেনে রুপান্তরের কাজের সুচনা হল, সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে । এদিন কালিয়াগঞ্জ পুরসভার তরফে রাস্তার কাজের শিলান্যাস করেন পুরপ্রধান কার্তিক পাল।শহরের ১৭ নম্বর ওয়ার্ডে প্রনবানন্দ স্কুলের সামনে বর্ণাঢ্য শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন হয়। এই অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন জেলা পরিষদের কোমেন্টর অসীম ঘোষ, উপ পুরপ্রধান বসন্ত রায়, পুর নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস, পুর ফিনান্স অফিসার ছোট্টু আগরওয়ালা, বিএলআরও বিদুৎ কুমার মাঝি, কালিয়াগঞ্জ ব্যবাসায়ী সমিতির মহাসচিব সুনীল সাহা, স্বপন সরকার, সুরেশ সারাফ।

কালিয়াগঞ্জ শহরের বুক চিরে যাওয়া রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে ৫.২ কিমি অংশ সম্প্রসারন হবে। এই রাস্তার মাঝে বসবে ডিভাইডার। কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পালের আবেদন মেনে এই সড়ক সম্প্রসারণের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পুর্তদপ্তর। এই টাকার মধ্যে ১৮.২৫ লক্ষ টাকায় হবে রাস্তা সম্প্রসারণ। বাকি টাকা খরচ হবে বিদুৎ, জল ও টেলিফোন লাইন সড়াতে। এদিন রাস্তা সম্প্রসারণের কাজের শিলান্যাস করে কালিয়াগঞ্জের পুরপ্রধান জানান শহর এলাকায় রাজ্যসড়ক সম্প্রসারন হবে। রাস্তা ও ডিভাইডার ছারাও কিছু অংশে রাস্তার দুপাশে জলনিকাশি হাইড্রেন নির্মান হবে এই প্রকল্পে।এই কাজ শুরু হওয়ায় খুশি কালিয়াগঞ্জের মানুষ। কারন রাজ্য সড়কের চওড়া কম থাকায় রাস্তায় যানজট হত ফলে ছোট খাটো পথ দুর্ঘটনা লেগেই থাকতো।রাস্তার সম্প্রসারণ হলে শহরের উন্নয়নেএ সাথে সাথে রাস্তায় যানজট বলে কিছুই থাকবে না।