অবতক খবর,১৮ নভেম্বর: দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে রাস উৎসব ও মন্দির প্রতিষ্ঠা করে কৃষ্ণ নামে মেতে উঠেছে এলাকা বাসি।
কাকদ্বীপ রাধাকৃষ্ণ সেবাকুঞ্জ পক্ষ থেকে ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজারের উপর মানুষ কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে এলাকা এক রেলি করেন
রাস উৎসব ও মন্দির প্রতিষ্ঠা কে কেন্দ্র করে এই রেলি হয়।
সকাল থেকে 11টা পর্যন্ত চলে রেলি প্রায় 8 কিলোমিটার পথ অতিক্রম করে এই রেলি কাকদ্বীপ গঙ্গাধার পুর সিরিশ মোড় থেকে হরিবাসর হয়ে ঘুরে আবারো সিরিজ মরে এসে শেষ হয় এই রেলি কভিড বিধি মেনে এই রেলিতে অংশগ্রহণ করে সাধারণ মানুষ ।
পুজো কমিটি জানায় হরেকৃষ্ণ নাম সংকীর্তন এর মধ্য দিয়ে তারা রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন এবং তারা বলেন কৃষ্ণ একমাত্র তাদের ভরসা। এবং তারা বলেন হরিনামের মুক্ত হবে করো না তাই হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়েই তারা এ কর্মসূচি নেন।
এবং এই রেলি তে দুই বাংলার মেলবন্ধন ঘটে কৃষ্ণপ্রেমে দুই বাংলার মানুষই যোগদান করে একদিকে হরিচাঁদ গুরুচাঁদ ভক্ত ও আরেক দিকে কৃষ্ণ প্রেমে মত্ত এপার বাংলার মানুষ। কাকদ্বীপ মতুয়া সংঘের সভাপতি জানায় এই রেলি পরেই হবে কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা তারপরেই মহোৎসব পূজা পার্বণ এবং আরো জানান যে আমরা ভিন্ন নয় একই শ্রীকৃষ্ণ
সবাই তাই একজোট হয়ে কৃষ্ণ নামে মেতে উঠেছি সবাই।