অবতক খবর,২ ডিসেম্বর: সারের কালোবাজারি বন্ধ এবং এমআরপি রেট অনুযায়ী সার বিক্রি করার পাশাপাশি , অসাধু সার ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করার দাবিতে, কৃষকদের পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ করার দাবিতে ও ন্যায্য দামে হাটে হাটে সরকারি ব্যবস্থায় ধান কেনার দাবিতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ধাপড়া হাটে মিছিল করলো কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান ও খেতমজুর সংগঠন।

সংগঠনের ব্লক সভাপতি বিনোদ রায় প্রফুল্ল রায় জানান বর্তমান পরিস্থিতিতেও সার নিয়ে চলছে ব্যাপক কালোবাজারি। এমআরপি রেট উল্লেখ করা থাকলেও তার চেয়েও দ্বিগুণ দামে কৃষকদের সার কিনতে বাধ্য করছে সার ব্যবসায়ীরা। এর বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে খুব শীঘ্রই মেখলিগঞ্জ ব্লক জুড়ে পথ অবরোধ সহ বিভিন্ন আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান সংগঠনের নেতারা। এছাড়াও অবিলম্বে দোকানে দোকানে নজরদারি চালিয়ে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা।