অবতক খবর,২৭ নভেম্বর,ধূপগুড়ি: রাসায়নিক সারের অস্বাভাবিক দাম নেওয়ার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করল কৃষকরা।প্যাকেট প্রতি এক হাজার থেকে ১২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ।শনিবার এক দোকানদার চড়া দাম নেওয়ার অভিযোগ তুলে ধূপগুড়ি থেকে ফালাকাটা গামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা।শুক্রবার সন্ধ্যায় শহরের চৌপথিতে বামপন্থী কৃষক সংগঠনের অবরোধের পর ফের শনিবারও সারের দাম বেশি নেওয়ার অভিযোগে পথ অবরোধ চলল।

প্রায় ২৫ মিনিট চলে অবরোধ।পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌছে অবরোধ তুলে দেয়।জানা যায় আলুতে ব্যবহৃত ডি এ পি সারের ব্যাপক চাহিদা ধূপগুড়ি ব্লক জুড়ে।কিন্তু কৃষকদের অভিযোগ কিছু ব্যবসায়ী নিজেদের স্বার্থে ডি এ পি স্টক করে রেখে বেশি দাম নিচ্ছে। কৃষকরা আরও অভিযোগ করেন এই বিষয়ে একাধিকবার লিখিতভাবে কৃষি দপ্তরের আধিকারিকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এমনকি কৃষি দপ্তরের আধিকারিক সরাসরি দাম বেশি নেওয়ার পেছনে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন কৃষকরা।শনিবার ধূপগুড়ি শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় একটি সারের দোকান থেকে কৃষকরা সার নিতে গেলে বেশি দাম নেওয়া হয় বলে অভিযোগ।তাদের কাছ থেকে ২১০০ টাকা প্রতি প্যাকেটের দাম নেওয়া হয়।এমনকি তাদের কে ২১০০ টাকার বিল ও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কৃষকরা।এরপরই দাম বেশি নেওয়ার অভিযোগে ক্ষুদ্ধ হয়ে উঠে কৃষকরা।বাধ্য হয়ে ফালাকাটা গামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা।