রামভক্ত হনুমানের জন্মজয়ন্তী উপলক্ষে সোনাপুরে বিরাট শোভাযাত্রা

অবতক খবর,৮ এপ্রিলঃ রামভক্ত হনুমানের জন্মজয়ন্তী উপলক্ষে সোনাপুরে বিরাট শোভাযাত্রা। সোনাপুর বালাজী মন্দিরের পরিচালনায় হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা শুরু হয় বালাজি মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করে সোনাপুর বাজার হয়ে পঞ্চায়েতের সামনের সরক পথ দিয়ে সোনাপুর ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে শেষ হয় ।

এই হনুমান জয়ন্তী কে ঘিরে প্রচুর ভক্তদের সমাগম দেখা যায় মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটির সদস্যরা জানান এই শোভাযাত্রা তাদের ২৭ তম বর্ষে পদার্পণ করলো এবং এই শোভাযাত্রা শুরু হয় ১৯৯৬ সাল থেকে। এই শোভাযাত্রায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। তারা বলেন এই পুজো হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমাতে আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মার নেতৃত্বে বিশাল পুলিশের সহযোগিতায় ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়। এদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানস আগরওয়াল, নরেশ লাড্ডা, বাবন লাল ভগত, শিবেন্দু চৌধুরী, গৌরব গুপ্তাসহ অন্যানরা।