রামপথ
তমাল সাহা

মন্দির শব্দটি খারাপ নয়,ব্যঞ্জনাময়।
ম মানে মোহ, ন মানে নেই। দর শব্দ থেকে দির মানে দ্বার- দরজা।
মোহ নেই যে দোরে সেটাই তো মন্দির!
আমি চুপ করে শুনি সাধুর কথা।

একটি শ্রীরামপথ পেলাম—
শ্রী মানে সৌন্দর্য, রাম অর্থ বিশাল।
একটি মহিমাময় পথ।

ভিটেমাটি ছাড়া করলাম তিন হাজার আটশো মানুষ—
একশো চল্লিশ কোটির তুলনায় তা তো সামান্য!

মাথাগোঁজার ঠাঁই ভাঙলাম একশো চল্লিশটি।
তো কী! ঘর তো জড়বস্তু, তার তো প্রাণ নেই!

মন্দির ভাঙা পড়লো তিরিশটি।
সে তো আমাদেরই মন্দির! আমরাই ভেঙেছি! তাতে কী আর এমন দোষ?

মসজিদ চুরমার করলাম পনেরোটি।
ধর্মগৃহ! ঠিক আছে। কিন্তু সেটা তো আমাদের নয়!

দোকানপাট হটালাম আটচল্লিশটি
তাতে আর কী এমন হলো?
কেন, এছাড়া অনেক দোকানপাট বাজার তো রইল!

এক মাস স্কুল-কলেজ বন্ধ। শিক্ষা! দরদ!
এর চেয়ে কত বেশি দিন ছুটি থাকে বছরভর!

চৌদ্দ কিলোমিটার পথ নির্মাণ করতে হবে।
বড় কিছু পেতে হলে ছোট ছোট কিছু ত্যাগ করতে হয়।

ব্যারিকেড দিয়ে আলাদা করা হলো সংখ্যালঘু মহল্লা।
সবকিছুতেই তোমরা দোষ ধরো
সংখ্যাগুরু শব্দটার একটা দাপট থাকবেনা!

মনে রাখতে হবে, এর নাম রামপথ!