অবতক খবর,১ মে,মিতালী মাহাতো,কলকাতা: রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব পালন বেলুড় মঠে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ১২৫ তম বর্ষপূর্তি আনুষ্ঠানিক সূচনা করবেন বিকাল ৪টের সময় ।রবিবার সকাল ৯টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে উৎসব শুরু হয় বেলুড় মঠে। আজ , ১ লা মে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বেলুড়মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, ‘রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সকল সন্ন্যাসী এবং ভক্তকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজির কাজ যেন আমাদের অনুপ্রাণিত করে।’

আজকে সকাল ৯টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়।তারপর ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। তাছাড়াও পাঠ, ভক্তিগীতি, সঙ্গীতের মতো অনুষ্ঠানও রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, ১৮৯৭ সালের ১ মে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। তাই এই দিনটিকেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস হিসেবে মনে করা হয়।রবিবার ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে একটি সংকলন গ্রন্থও প্রকাশিত হবে অনুষ্ঠানের মঞ্চ থেকে। ওই গ্রন্থটি সকলের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি।