রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে হুগলীর কামার পুকুরে রামকৃষ্ণ মিশনে

অবতক খবর, হুগলী: কামারপুকুরে বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে হুগলীর কামার পুকুরে রামকৃষ্ণ মিশনে। ভোর থেকে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতি, বেদপাঠ ,স্তবগান দিয়ে শুরু হয়েছে পুজো।

কামারপুকুর এলাকায় জুরে পরিক্রমা করে মিশনে আবার ফিরে আসে শোভাযাত্রা। সকাল থেকেশুরু সকলের এলাকায় ভক্তদের নিয়ে গান বাজনা মেতে উটেছে আজ সারাদিন । বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছেএবং দুপুরে ভোগ বিতরণ করা হবে।

সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিকে  উপেক্ষা করে তারই মধ্যে নানারকম আয়োজন চালিয়ে যাচ্ছে ভক্তরা এবং এই বৃষ্টির মধ্যেও নানাদেশের ভক্তরা কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছে।