অবতক খবর,২৬ নভেম্বর: রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডারের আগুন লেগে যাওয়া ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্হানীয় সুত্রে জানা গেছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া থানার কানকি বস্তি এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন সব গ্রাম বাসিরা। গ্রামে কোনো পুরুষ ছিলনা। সেই সময় কানকি বস্তির বাসিন্দা সাইদুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের আচমকা আগুন লেগে যায়।

এই ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মহিলারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। কিন্তু সামাল দিতে না পারায় মসজিদ নামাজ পড়ার সময় খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রাম বাসিদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রাম বাসিরা। খবর দেওয়া হয় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনী কে। প্রথমে মাটি দিয়ে কোনো রকম আগুন নিয়ন্ত্রণে আনে গ্রাম বাসিরা। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে গ্যাস সিলিন্ডারটি মাটি থেকে বের করে গ্যাস বন্ধ করে দেয়। গ্রাম বাসিদের সহযোগিতা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা গ্রাম। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।