অবতক খবর,২২ মার্চ,মলয় দে,নদীয়া:- দেশজুড়ে আবারো ঘরে বাইরে জ্বালানির মূল্য বৃদ্ধি। লাগলো রান্নাঘরে আগুন। ছয় মাসের মধ্যে কোনো মূল্যবৃদ্ধি না হলেও 14.2 কেজি এলপিজি সিলিন্ডার এক ধাক্কায় 926 টাকার সিলিন্ডার 50 টাকা বেড়ে হল 976 টাকা। তবে এর আগে বাণিজ্যিক ক্ষেত্রে হাজার 19 কেজি ব্যবহারের গ্যাসের দাম বেড়ে ছাড়িয়েছিল 2000 গণ্ডি। অন্যদিকে পেট্রলপাম্পের চুরাশি পয়সা পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে লিটারপ্রতি 106.38 তে। ডিজেলের 83 পয়সা বেড়ে হয়েছে 91. 43.
তবে একসঙ্গে অনেক ডিজেলের প্রয়োজন আছে এমন মানুষের ক্ষেত্রে 25 টাকা বেড়েছিলো ডিজেল।