অবতক খবর, অনুপ কুমার মন্ডল, নদীয়াঃ রানাঘাট কুপার্স হল্ট এর সমস্ত ট্রেন দাঁড়ানো এবং জরুরী পরিষেবার জন্য আমজনতার আবেদন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং ডিএম এর কাছে জানানো সত্ত্বেও এখনো সুরাহা না হওয়ায় ক্ষোভ এ ফুসছে কুপার্স এর বাসিন্দারা। ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় কুপার্স হল্ট, প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত মোট ৩৩ ট্রেন চলাচল করে ১৭ টি আপ এবং ১৬ টি ডাউন । এরমধ্যে  মাত্র ১৩ টা ট্রেন থামে তার মধ্যে ৭ আপ ৬ ডাউন ট্রেন।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অন্তর্গত রানাঘাট বনগাঁ লাইনে অবস্থিত কুপার্স ক্যাম্প হল্ট। এলাকাবাসীর দাবি, যদি প্রতিদিন অন্তত ২০ টি ট্রেন থামে, তাহলে এখানকার বৈদ্যপুর ১ ও ২ নম্বর ,পশ্চিম শিমুলিয়া ,কুমারসাতপুর, রুপাশ্রী পল্লী, আরও বিভিন্ন এলাকার মানুষেরা উপকৃত হবে। কিন্তু এলাকার বাসিন্দারা বারবার সাংসদ ,ডিএম এর কাছে জানিয়ে কোন সুরাহা হয়নি। তবে রানাঘাটের সাংসদ আশ্বাস দিয়েছেন শীঘ্রই এই দাবি পূরণ করা হবে। নিজেদের দাবি পূরণের দিকেই তাকিয়ে আছে আমজনতা ।