শাসক যতই স্বেচ্ছাচারী অত্যাচারী হোক মানুষ তার প্রতিবাদ করবেই। পশ্চিমবঙ্গের পার্ক সার্কাস ময়দান এখন নারী বাহিনীর দলে। পার্ক সার্কাস এখানে স্কন্ধাবার। নারীরাই অনীক।

রাত জাগার গান
তমাল সাহা

তুমি যতই লাঠি মারো,
যত ইচ্ছে গুলি ছোড়ো,
ছুটিয়ে আনো জলকামান।
থাকবো আমরা এখানেই
রাত্রি জেগে অবস্থান।

তুমি এবার করবে কি ?
আনবে তবে মেশিনগান!
তাও আমরা মারবো তুড়ি
তুলবো কন্ঠে তুমুল স্লোগান।

কাগজ থাকুক না থাকুক
বিষয়টা তো আমারই।
সেটা তোকে দেখাবো কেন
দেশ কি তোর জমিদারি?

ক্ষেপণাস্ত্র ছুড়িস তো ছোড়
অবস্থান ছেড়ে উঠব না।
মোল্লার দৌড় মসজিদে ওই,
মগজ বন্ধক দেবো না।

রাতজাগা পাখিরা সব —
বিনিদ্র দেশ,দিকে দিকে কলতান।
আজাদি! আজাদি! ইয়ে আজাদি!
একই সুরে গাইছে গান। ‌