অবতক খবর, ২৭ জুলাই, বাঁকুড়া :- রাতভর বৃষ্টির জেরে ভেঙে গেল একাধিক কাঁচা বাড়ি! আশ্রয় হারিয়ে দিশেহারা পাত্রসায়েরের একাধিক গ্রামের মানুষ! ছাতা মাথার পঞ্চায়েত প্রধান অসহায় দের বাড়িতে ।

এক রাতের টানা বৃষ্টি। জল থৈ থৈ বাঁকুড়ার প্রান্তিক ব্লক পাত্রসায়ের। ভেঙে গেল কাঁচা বাড়ি। কোথায় যাবেন সাধারণ দুঃস্থ মানুষরা? জীবনের মাঝে প্রশ্ন নিয়েই রাত পেরিয়েছে, এখন ভরসা একটাই, সেটা সরকারের সাহায্য। উল্লেখ্য, গতকাল রাতের টানা বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে যায়। ফলে চরম সমস্যায় পড়ে ওই বাড়িতে বসবাসকারী সাধারণ মানুষরা। নেই মাথার উওর ছাদ, চারদিক জল থইথই অবস্থা। এমন অবস্থায় কোথায় যাবেন তারা? থাকবেন কোথায়? আশ্রয়টুকু হারিয়ে যেন দিশেহারা সাধারণ দরিদ্র মানুষরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছাতা মাথায় ঘটনাস্থলে পৌঁছান নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তোতোন মল্লিক। তিনি গিয়ে প্রতিটি বাড়িতেই ঘটনা পরিদর্শন করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।