রাতভর বৃষ্টিতে জলের তলায় ধান ও বাদাম মাথায় হাত চাষিদের

নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::     লকডাউনের জন্য ধান পেকে গেলেও শ্রমিক না মেলায় ধান কাটতে পারেনি চাষিরা । তারপর আমফানের প্রভাবে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন সবজি ও বাদাম চাষিরা । সেই রেশ কাটতে না কাটতে গতকালকের রাতভর বৃষ্টির প্রভাবে ফের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো ধান ও বাদাম চাষীদের এছবি ছবি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ।

গতকাল রাতে ব্যাপক বৃষ্টির কবলে পড়তে হয় সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকাকে । বৃষ্টির কবলে পড়ে ধান জমিতে বাদাম জমিতে হাঁটু জল জমে গিয়েছে । স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে কৃষকদের । আগামী দিনে কিভাবে সংসার চলবে তাই ভেবে পাচ্ছেন না এই সমস্ত এলাকার চাষিরা ।

অর্জুন দাস নামে এক বাদাম চাষে বলেন , বাদাম চাষে যে টাকা খরচ হয়েছে সেই টাকা এবার তুলতে পারব না । ধার করে চাষ করেছি এখন সেই ধার কিভাবে শোধ করবো তাই বুঝে উঠতে পারছিনা ।

আনন্দ বিশ্বাস শম্ভু বিশ্বাস নামের ধান চাষীরা বলেন , ঋণ নিয়ে ধান চাষ করেছি লকডাউনের পর এই বৃষ্টিতে ধানের যা ক্ষতি হলো তাতে সেই ঋণ কিভাবে শোধ করবো বুঝে উঠতে পারছিনা । মনে হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে না খেয়ে মরতে হবে ।