অবতক খবর,৩০ জুনঃ রাতভর টানা বৃষ্টিতে বাংলাদেশের করতোয়া নদীর জলে প্লাবিত হয়েছে গ্ৰাম। গোয়াবাড়ি নয়াহাট সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। জলের স্রোতে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বাংলাদেশের নদীর জলে প্লাবিত হলো চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের গোয়াবাড়ি নয়াহাট, সহ বেশ কয়েকটি গ্রাম। রাস্তা ও বাড়ির উপর দিয়ে বয়ে যাচ্ছে নদীর জলের স্রোত। জলের স্রোতের কারণে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ গ্রামে কালভার্টের মুখ বন্ধ থাকার কারণে নদীর জল গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছে বেশ কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ। এখনো পযন্ত প্রশাসনের তরফে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ গ্রাম বাসিদের। যদি বৃষ্টি কম না হয় তাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামগুলি বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীরা জানান বেশ কয়েকদিন আগে চোপড়ার বিডিও সমীর মন্ডলকে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল , কিন্তু এখনো পর্যন্ত বিডিও অফিসের কোন আধিকারিক এলাকায় পরিদর্শনে আসেননি এই নিয়ে ক্ষোভ এলাকাবাসীর ।