রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে রেশন কার্ড ছাড়াই হাবরা স্টেশন রোডে চলছে আলু ও পেঁয়াজ বিক্রি|

অবতক খবর :: ১০ই ডিসেম্বর :: হাবরা :: মঙ্গলবার সকাল থেকে হাবরা স্টেশন মোড় এলাকায় রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে কম পয়সায় পেঁয়াজ আলু বিক্রি করছেন হাবরা পৌরসভার কর্মীরা। ১৭ টাকা প্রতি কিলো আলু ও ৫৯ টাকা কিলো পেঁয়াজ যে রাজ্য সরকারের দরে বিক্রি চলছে।

সকাল সাড়ে সাতটা থেকে রেশন কার্ড ছাড়াই প্রত্যেক মানুষকে ৫০০ গ্রাম পেঁয়াজ ও দু কিলো আলু বিক্রি করছেন পৌর কর্মীরা।বাজারে যে পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে সেখানেই স্টেশন মোড়ে ৫৯ টাকা কিলো তে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন দিচ্ছেন সাধারণ মানুষ।

প্রাক্তন পৌর প্রধান নিলিমেশ দাস জানান এখন থেকে প্রত্যেকদিনই এখান থেকে মিলবে জনপ্রতি ৫০০ গ্রাম পেঁয়াজ ও দু কিলো করে আলু। সাধারণ মানুষের সুবিধা ক্ষেত্রে এই সুফলা বাংলার প্রকল্পে আলু পিঁয়াজ বিক্রি চলছে।কম পয়সায় আলু ও পেঁয়াজ কিনতে পেরে খুশি হাবরা শহরের বাসিন্দারা।