রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব

অবতক খবর,২৩ জুন,অভিষেক দাস, মালদা:-রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব। দিল্লির পর এবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৩,২৪ এবং ২৫ শে জুন তিনদিন অনুষ্ঠিত হবে আম উৎসব। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির আমের পসরা নিয়ে অংশ নিবেন।

বরাবরই মালদা জেলা আমের জন্য সুবিখ্যাত। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও সুনাম রয়েছে মালদার, ল্যাংড়া , লক্ষণভোগ, ফজলি, হিমসাগর সহ বিভিন্ন প্রজাতির আমের। কলকাতায় বসে এবারে মালদার পাশাপাশি বিভিন্ন জেলার আমের স্বাদ পেতে চলেছেন মানুষজন। এতে করে জেলার অর্থনৈতিক উন্নতি হবে। আমের বাজারজাত আরো বেশি করে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে তিন দিনব্যাপী এই আম উৎসব। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান আম ব্যবসায়ী থেকে আম চাষিরা।