অবতক খবর,২০ এপ্রিল: গত সোমবারই তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন কমিটি গঠন করে নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য্য। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই কমিটিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

সোমবার মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য্য এই নতুন কমিটির কথা ঘোষণা করেছিলেন। ৪৪ জনের রাজ্য কমিটি তৈরি করা হয়। প্রায় সব জেলাতেই পরিবর্তন আনা হয়ছিল। নতুন কমিটি স্থগিত হওয়ার ফলে আপাতত পুরনো কমিটিই সমস্ত কাজ চালিয়ে যাবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

প্রশ্ন উঠছে, তৃণমূলের অন্দরের আদি-নব্য কোন্দল কি প্রভাব ফেলল এই কমিটিতেও? কমিটিতে আরও নতুন মুখের দাবি কি জোরালো হচ্ছে? তাই কি তড়িঘড়ি এমন সিদ্ধান্ত? তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে নানান কথা। তবে আগামীতে ফের এই কমিটিতে কি পরিবর্তন হবে তা শুধু সময়ের অপেক্ষা।