অবতক খবর,১১ সেপ্টেম্বরঃ আনিস খানের দাদার প্রতি আক্রমণের ঘটনায় এমনই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, আনিসের বাবা উচিত এই মুহূর্তে তার বিচারটি অন্য রাজ্যের স্থানান্তরিত করার জন্য, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার। যদি কোন আইনি সহযোগিতা চান আমি ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করতে প্রস্তুত।

রাজ্যের বিরোধী দলনেতা মানে সব বিরোধীদের পাশে থাকা যারা সরকার কিংবা সরকারি দলের দ্বারা আক্রান্ত তাই দল না দেখে ঝাল লাল কংগ্রেস কাউন্সিলর মারা গেছিলেন তাই তার বাড়িতে আমি গেছিলাম। রংপুরের বাকুইতে নয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় আমরাই গিয়ে প্রথমে প্রতিবাদ জানাই।

এছাড়াও তিনি বলেন,অনেক তৃণমূল নেতার বাড়িতে টাকা রয়েছে অনিল বলে এক কাউন্সিল রয়েছে, ওর কাছ থেকেও প্রচুর টাকা পাওয়া যেতে পারে বলে শুভেন্দু জানান। এবং তার সঙ্গে কার কার কানেকশন রয়েছে সেটাও জানা যাবে কলকাতার মেয়র ও সৌগত রায়ের কিভাবে যন্ত্রণা বাড়ছে। উন্নয়ন তো এখন দুয়ারে খাটের তলায় কোটি কোটি।