পশ্চিমবঙ্গের নির্বাচনি নির্ঘণ্ট বেজে গেল।পশ্চিম বাংলায় আট দফায় নির্বাচন হতে চলেছে। বাংলা 294 টি আসনের ভাগ ভাগ করে ৮ দফা নির্বাচনের ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। ভোট গণনা ২রা মে । বাংলার প্রথম চরণের নির্বাচন হতে চলেছে 27 মার্চ প্রথম দফা নির্বাচন 30 টি বিধানসভা নিয়ে. প্রথম নির্বাচন 30 টি বিধানসভা নিয়ে হবে।

দ্বিতীয় দফার নির্বাচন বাংলার ত্রিশটি বিধানসভা কে নিয়ে। নির্বাচন হবে পয়লা এপ্রিল. নমিনেশন জমা দেওয়ার দিন 5 ই মার্চ লাস্ট নমিনেশন 13 মার্চ স্কুটিনি 15 ই মার্চ 17 ই মার্চ। তৃষ্টার বিধানসভার মধ্যে থাকছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর টু এবং সাউথ 24 পরগনা পার্ট 1।

 

পশ্চিমবাংলায় তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে 6 এপ্রিল নির্বাচন হবে 31 টি বিধানসভা কেন্দ্র । তৃতীয় দফার নির্বাচনের নমিনেশন এর তারিখ হল 12 ই মার্চ লাস্ট নমিনেশন উনিশে মার্চ স্কুটিনি 20শে মার্চ উইথড্র 22শে মার্চ।

পশ্চিমবাংলার চতুর্থ দফার নির্বাচন আয়োজিত হচ্ছে 10 এপ্রিল রাজ্যের মোট 44 টি বিধানসভা কেন্দ্র কে নিয়ে এই নির্বাচন হবে নমিনেশন হবে 16 ই মার্চ লাস্ট নমিনেশন তেইশে মার্চ স্কুটিনি চব্বিশে মার্চ উইথড্রল 26 শে মার্চ। চতুর্থ দফার নির্বাচন হবে হাওড়া টু হুগলি টু সাউথ 24 পরগনা এক-তৃতীয়াংশ আলিপুরদুয়ার ও কুচবিহার।

পশ্চিমবাংলার পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে 17 এপ্রিল রাজ্যের মোট 45 টি বিধানসভা কে নিয়ে হবে এই নির্বাচন নমিনেশন তেইশে মার্চ লাস্ট নমিনেশন 30 শে মার্চ স্কুটনি 31 শে মার্চ উইথড্রল 3রা এপ্রিল। পঞ্চম দফার নির্বাচনে থাকছে উত্তর 24 পরগনার পার্ট ওয়ান নদীয়া জেলার পার্ট ওয়ান পূর্ব বর্ধমানের part-1 দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি।

পশ্চিমবাংলা ষষ্ঠতম নির্বাচন হবে 22 শে এপ্রিল রাজ্যের মোট 43 টি আসন কে নিয়ে এই নির্বাচন। নমিনেশন 26 শে মার্চ লাস্ট নমিনেশন নমিনেশন 26 শে মার্চ লাস্ট নমিনেশন 3রা এপ্রিল, স্কুটিনি 4ঠা এপ্রিল উইথড্রল 7ই এপ্রিল। ষষ্ঠতম নির্বাচন এ নর্থ 24 পরগনার part-2 পূর্ব বর্ধমানের ষষ্ঠতম নির্বাচন এ নর্থ 24 পরগনার part-2 পূর্ব বর্ধমানের পার্ট 2 নদীয়ার বাকি অংশ এবং উত্তর দিনাজপুর।

রাজ্যের সপ্তম তম নির্বাচন হবে 36 টি আসন নিয়ে 26 এপ্রিল. নমিনেশন এর  দিন 31 শে মার্চ 27 এপ্রিল লাস্ট নমিনেশন 18 এপ্রিল স্কুটনি 12 এপ্রিল নমিনেশন এর প্রথম দিন 31 শে মার্চ 27 এপ্রিল লাস্ট নমিনেশন 18 এপ্রিল স্কুটনি 12 এপ্রিল উইথড্রল। জে 36 টি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত থাকছে এই সপ্তম দফায় তাতে রয়েছে মালদা পার্ট ওয়ান মুর্শিদাবাদ 521 পশ্চিম বর্ধমান কলকাতা 5টি আসন এবং দক্ষিণ দিনাজপুর।

পশ্চিমবাংলায় শেষ এবং অষ্টম দফার নির্বাচন 35 টি আসন নিয়ে আয়োজিত হবে 29 এপ্রিল। নমিনেশন 31 শে মার্চ লাস্ট নমিনেশন 7 এপ্রিল, স্কুটনি 8 এপ্রিল উইথড্রল 12 এপ্রিল। শেষ দফার নির্বাচনের 35 টি আসনে থাকছে মালদা শেষ অংশ part-2 মুর্শিদাবাদের শেষ অংশ পার্ট2, বীরভূমের সবকটি সিট এবং নর্থ কোলকাতার7টি সিট।