অবতক খবর,১৬ এপ্রিলঃ রাজ্য জুড়ে চলতে থাকা তীব্র দাবদহের জেরে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর।

গ্রীষ্মের দাবদহে পুড়ছে বাংলা। হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের। তাপমাত্রা পেরিয়ে গিয়েছে 40 ডিগ্রি। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে আগামী সপ্তাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, আগামীকাল, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বন্ধ রাখার জন্যে অনুরোধ জানানো হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেও রাজ্যের দাবদহ একইরকম জারি থাকবে। তাই সেই প্রেক্ষিতেই রবিবার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেন, পূর্ব নির্ধারিত গরমের ছুটি অর্থাৎ 2 মে-র আগেই আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের স্কুল,কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে ছুটি থাকবে।