অবতক খবর,২৭ জুনঃ রাজ্যের স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হলো আজ। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় আজ থেকে শুরু হল কোয়েড ইংলিশ মিডিয়াম পঠন পাঠন অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে ইংরেজি মাধ্যমে বালক ও বালিকাদের একত্রিত ভাবে ক্লাস ফাইভ থেকে শুরু হলো এই পঠন পাঠন।প্রতি ক্লাসে ৪০ জন করে পড়ুয়া এই ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করতে পারবে। প্রাথমিক পর্যায় শুরু হয়েছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ক্লাস। প্রথম দিনেই প্রায় 50% পড়ুয়া উপস্থিত হয়েছেন স্কুলে।

সরকারি ভাবে এই ইংরেজী মাধ্যমের পঠন-পাঠনের জন্য 11 জন শিক্ষক শিক্ষিকা ও 7 জন সহকারি নিয়ে শুরু হলো শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ইংরেজি মাধ্যমের পথ চলা। স্বাভাবিকভাবেই সামাজিক উন্নতি ঘটবে এলাকার দাবি স্থানীয়দের।