অবতক খবর,৪ নভেম্বর : রাজ্যের বিভিন্ন জায়গায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। একদিনে আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। সেই ছবি ধরা পড়লো হুগলিতেও। হুগলি জেলার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে জেলায় প্রায় তিন থেকে চার হাজার মানুষ জ্বরে আক্রান্ত। সংক্রমণ দেখা গিয়েছে প্রায় তিন থেকে চারশো জনের মধ্যে।

বৈদ্যবাটির চোদ্দ নাম্বার ওয়ার্ডের একাংশ মানুষ ভুগছে ডেঙ্গি আতঙ্কে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নর্দমা এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল জমে আছে। সেই জমা জলে হচ্ছে বিভিন্ন ধরণের পোকামাকর। ফলত বাচ্ছাকাচ্ছা নিয়ে বসবাস করায় যথেষ্ট আশঙ্কায় আছেন তারা। তারা আরও জানান একাধিকবার পৌরসভাকে জানানোর পরেও কোনো ফল পাননি। একাধিক প্রতিশ্রুতি দিলেও সেই মত কোনো কাজ হয়নি।