অবতক খবর,১২ মার্চঃ রাজ্যপালের সঙ্গে বৈঠক সরকারি কর্মচারীদের,দাবি মেটানোর আশ্বাস সাংবিধানিক প্রধানের।

শনিবার রাজ্যপাল সিভি আনান্দ বোস ট্যুইট করে সরকারি কর্মচারীদের অনশন তুলে নিতে বলেন এবং রবিবার বৈঠকের ডাক দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের রাজ্যপালের তরফ থেকে বেলা সাড়ে এগারটার সময়।

সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচজনের প্রতিনিধি দল সকাল সাড়ে ১১ টা নাগাদ পৌঁছায় রাজভবনে এবং 10 থেকে 15 মিনিট বৈঠক করার পর তাঁরা বেরিয়ে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল জানান যে, রাজ্যপাল তাঁদেরকে আশ্বাস দিয়েছেন তাঁদের দাবি মেটানোর এবং সংগ্রামী যৌথ মঞ্চে ত্রিপাক্ষিক বৈঠক চাইছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল কে নিয়ে সরকারি কর্মচারীদের সেই বৈঠক আয়োজন করার চেষ্টা করবেন রাজ্যপাল।

রাজ্যপালের মধ্যস্থতা চান তাই আজকে বৈঠকে সামিল হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা।

রাজ্যপালের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চে কর্মচারীদের জানানো হয়েছে অনুষ্ঠান তুলে নেওয়ার কথা কিন্তু যতদিন পর্যন্ত তাঁদের দুই দফা দাবী অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা মেটানো এবং স্বচ্ছ নিয়োগ, এই দুই দাবী মেটানো হচ্ছে ততদিন পর্যন্ত তাঁরা অবস্থান বিক্ষোভ এবং অনশন চালিয়ে যাবেন।