অবতক খবর,২৯ ডিসেম্বর: রাজ্যপালের টুইট প্রসঙ্গে সুজন চক্রবর্তী বাঁকুড়া জেলার রাধানগরে সিপিআইএমের 23 তম জেলা সম্মেলন এসে বলেন রাজ্যপাল টুইট করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়েছে তা ওনার সম্মতি ছাড়া এ বিষয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন সুজন চক্রবর্তী তিনি বলেন পশ্চিমবঙ্গের সব ফাজলামি হচ্ছে বিজেপি টেক্কা মারছে তৃণমূলকে, তৃণমূল টেক্কা মারছে রাজ্যপাল কে, রাজ্যপাল টেক্কা মারছে মুখ্যমন্ত্রী কে ।

যদি রাজ্যপাল মনে করে থাকেন এটা বেঠিক হচ্ছে তবে তিনি সাংবিধানিক ব্যবস্থা নিতে পারেন টুইট করে কোন লাভ হবে না তিনি সাংবিধানিক মনোভাব নিয়ে চলুক রাজ্য সরকার তো অপদার্থ কারো কথা শুনবে না নিজের খুশিমতো যিনি মুখ্যমন্ত্রী কে ডিলিট এর জন্য প্রস্তাব করবেন তিনি উপাচার্য হবেন এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর বন্দোবস্ত যিনি স্কুল সার্ভিসের বারোটা বাজিয়ে দিলেন তিনি হলেন উপাচার্য কারণ তিনি মুখ্যমন্ত্রীকে ডিলিট এর প্রস্তাব দিয়েছিলেন এই দলতন্ত্রের মনোভাব থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তৃণমূল