অবতক খবর,২৫ জুলাই: বিগত বেশ কিছুদিন ধরেই সামান্য অসুস্থ বোধ করছিল হালিশহর ২ নং ওয়ার্ড সাহাপাড়ার যুবক বাপ্পা রায়(২৮)। সন্দেহবশত তার করোনা পরীক্ষা করা হয়। তিনদিন আগে রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গ বিহীন হওয়ায় পৌরসভা এবং প্রশাসন নির্দেশ দেন হোম কোয়ারেন্টাইনে থাকার। সেইমতো ওই যুবক বাড়িতেই ছিলেন।

কিন্তু গতকাল রাত থেকে হঠাৎই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। এই অবস্থায় তার চিকিৎসার অত্যন্ত প্রয়োজন ছিল। আজ সকালে এই খবর যায় হালিশহরের যুব তৃণমূল নেতা তথা সমাজসেবী রাজু বিশ্বাসের কাছে। আর তাঁর তৎপরতায় বাপ্পা রায়কে নিয়ে যাওয়া হয় রাজারহাটের হাসপাতালে।

এ প্রসঙ্গে রাজু বিশ্বাস বলেন,এই দুঃসময় প্রত্যেকটা মানুষকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। করোনাকে ভয় না করে রোগী এবং রোগীর পরিবারের পাশে সকলকে দাঁড়ানো উচিত। সামাজিক দূরত্ব পালন করলে এবং করোনা সংক্রান্ত বিধি নিষেধ মান্য করলে এই রোগের হাত থেকে বাঁচা যায়।