অবতক খবর,২৪ সেপ্টেম্বরঃ টেট আন্দোলনের মুখ বাদুড়িয়ার রাজু গাজীর মৃত্যুতে উত্তর ২৪ পরগনার বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করলো DYFI ও SFI. শনিবার সন্ধ্যায় প্রায় আধা ঘন্টার মত অবরোধ করেন তারা। তারা দাবি করেন রাজু গাজীর এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার। অবরোধ থেকে রাজুর মৃত্যু প্রতিবাদে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।