অবতক খবর , রাজ্ , হাওড়া :- রাজনৈতিক প্রতিপক্ষ হোক কিন্তু রাজনৈতিক শত্রুতা ঠিক নয়- রাজ্য রাজনীতি বিষয়ে মন্তব্য করলেন ডোমজুড়ের বিধায়ক ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।  সম্প্রতি রাজ্যে ক্রম বর্ধমান রাজনৈতিক হিংসা ও গতকাল তার নির্বাচনী এলাকায় জনসভা থেকে ফেরত তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনা প্রসঙ্গে শাসক দলকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।গতকাল তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।তারপরই ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা।এনিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন যে তাকে ভয় পাচ্ছে তৃণমূল।তিনি জোর দিয়ে বলেন যা কিছুই হোক তিনি ডোমজুর বিধানসভা থেকেই লড়বেন।

এবিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি জানিয়েছেন।অনেক ঝুঁকি নিয়ে দল ছেড়েছেন তিনি।মানুষের প্রতি ভরসা আছে।আর আগামীদিনে তিনি দেখিয়ে দেবেন উন্নয়ন কাকে বলে।বিজেপিতে যোগ দেবার পর আজ হাওড়ার ফাঁসিতলায় জেলার বিজেপি নেতাদের সাথে আলাপচারিতা ও আগামীদিনের কর্মসূচি নিয়ে বৈঠক করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে তিনি বৈঠকে আসেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে হিংসার বাতাবরণ বইছে।আগামীকাল থেকে জেলা সফরে যাবেন তিনি।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে সেই সফর শুরু হবে।সবদিক ভেবে কেন্দ্র থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।কিন্তু শাসক দলের তাকে নিয়ে এত চিন্তা কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।আরও বলেন যারা ঝামেলা করতে চাইছে করুক এতে মানুষের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে।তিনি কোনো অশান্তি চাননা মানুষকে সাথে নিয়ে উন্নয়নের কাজ করে যাবেন।যেটা তৃণমূলে মন্ত্রী থেকেও কাজ করতে পারেননি।রাজ্যের উন্নয়নের জন্য অমিত শাহর থেকে প্রতিশ্রুতি পেয়ে তবেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।আজকের বাজেটেও রাজ্যের জন্য ভালোই বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনী আচরণবিধি জারী হোক তারপর অনেককিছু দেখতে পাবেন রাজ্যের মানুষ।  পাশাপাশি সম্প্রতি রাজ্যে কর্মসংস্থান হয়নি সেই প্রসঙ্গে তিনি বলেন তিনি নিজে মন্ত্রী ছিলেন তাই সেই ব্যর্থতার দায়ও তাকে নিতে হবে।