অবতক খবর,৭ নভেম্বর: বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। ইতিমধ্যে তিনি অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে বিজেপি দলে প্রাধান্য পাচ্ছেন বলে রাজনৈতিক মহলের খবর। বিজেপির বদলা ও বদল এই শব্দ দুটি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উল্টো মন্তব্য করলেও তিনি এখন রাজ্য সভাপতির অনেক কাছে চলে গিয়েছেন।

 

মাঝে তাঁর রাজনৈতিক দল করা বা তা ছেড়ে জনসেবায় নেমে পড়া নিয়ে একটা রহস্য সৃষ্টি করেছিলেন তিনি নিজেই। সে রহস্য কেটে গেল মনে করা হচ্ছে।

বিজেপি দলের যে তিনি গুরুত্ব পাচ্ছেন এও বোঝা যাচ্ছে‌। ‌ কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে চিনে ফেলেছেন এবং তাঁর সঙ্গে একটি নিকট সম্পর্ক গড়ে উঠছে। ফলত বিজেপি দলে তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে রাজনৈতিক মহলের খবর।

আগামী নির্বাচনে বীজপুর থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শুভ্রাংশু রায়ই যে দাঁড়াবেন এবং দলের মনোনয়ন পাবেন সেই সিদ্ধান্তের দিকে অনেকটাই বিজেপি নেতৃত্বের কাছে এসে গিয়েছেন তিনি এমনই মনে করা হচ্ছে। ইদানীং তিনি বীজপুর অঞ্চলে অত্যন্ত সক্রিয়।