অবতক খবর,২৮ নভেম্বর,বাঁকুড়া:- রবিবাসরীয় সকালে দুয়ারে হাতে কালি কার্তিকের শহর সোনামুখীতে আতঙ্কিত পুরবাসী ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় ভোর তিনটে থেকে চারটে নাগাদ একটি হাতি সোনামুখী শহরে ঢুকে পড়ে জাতীয় বেড়ায় সোনামুখী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সোনামুখী পুরবাসীরা , বেশ কয়েক ঘন্টা দাপাদাপি করে ওই হাতিটি সোনামুখী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে , এরপর খবর দেওয়া হয় সোনামুখী বনদপ্তরের তড়িঘড়ি ঘটনাস্থলে আসে সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা এরপর আনুমানিক সকাল আটটার সময় হাতিটিকে সোনামুখী বনদপ্তর আধিকারিকরা সোনামুখী জঙ্গলের পাঠায় ।

বাঁকুড়া উত্তর বন বিভাগ খবর এই মুহুর্তে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় এনজেলা দুনিয়া মৌজায় 39 টি হাতির অবস্থান রয়েছে, কাঁটাপেসিয়া জঙ্গলে 16 টি হাতির অবস্থান রয়েছে সোনামুখী জঙ্গলের রয়েছে একটি হাতি । দলছুট ওই হাতিটি আজ সকালে সোনামুখী শহরের প্রবেশ করেছে বলে জানা যায় ।

এর পাশাপাশি সোনামুখী বনদপ্তরের পক্ষ থেকে সকাল থেকেই এলাকার মানুষকে সচেতন করার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে ।